ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাহারা আক্তার শিথী ও তানজিয়া লাবণ্য।
বিশেষ অতিথি সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মূল উদ্দেশ্য ভবিষ্যতের ক্যারিয়ার গড়ে তোলা। অনেক শিক্ষার্থী স্নাতকের পর হতাশায় ভোগে। তাই ক্যারিয়ারের জন্য সঠিক পরিকল্পনা করা জরুরি।’
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছেন, যা ক্যারিয়ার ফেস্টের মাধ্যমে জানা যায়। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বছরে অন্তত দুবার ক্যারিয়ার ফেস্ট হওয়া উচিত। পাশাপাশি ছোট ছোট কর্মশালার মাধ্যমে সারা বছর ক্যারিয়ার উন্নয়নের কার্যক্রম চালু রাখা প্রয়োজন। ক্লাসরুমের বাইরেও ‘লার্নিং বাই অ্যাকশন’ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যা বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করবে।’