ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ সময় বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আর সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ সংগীতের মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্যময় দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিয়াশা চাকমা।
প্রধান অতিথি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বাঙালির জীবন প্রবাহের সাথে ষড়ঋতুর বৈচিত্রপূর্ণ সম্পর্ক রয়েছে। এটা একটা প্রগাঢ় বন্ধনের মতো, কখনোই তা বিচ্ছিন্ন হবার নয়। বাঙালি মানুষ গঠনেও এই ষড়ঋতুর প্রভাব রয়েছে। এর ওপর ভিত্তি করে অনেক সময়ই আমাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের লোকজ শিল্প উজ্জীবিত হয়েছে এই ঋতুর বৈচিত্রে। আমাদের যে জারি, সারি, বাউল গান সবকিছুর মূলসুর এখান থেকেই।’