ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘লাইট অব কুরআন’ সংগঠনের আয়োজনে আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিকাল ৪টায় এই সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অ্যাক্টিভিস্ট ডাক্তার শামসুল আরেফিন শক্তি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান আজহারি।
ইবি জামে মসজিদের খতিব ও ইমাম আশরাফ উদ্দীন খান আজহারি বলেন, ‘আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমাদের এই বিষয়ে অধিক গুরুত্বারোপ করতে হবে। কারণ, প্রতিটি মূহুর্ত বর্তমান তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই সময়ে সময়ের সঠিক মূল্যায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে জীবন গড়া অনেক কঠিন হয়ে পড়বে।’
দর্শক-শ্রোতাদের সরব উপস্থিতিতে সভাটি সফলভাবে শেষ হয়।