ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা তন্ময় সাহা জয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া দ্য হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ, যশোর আঞ্চলিক সমন্বয়কারী পলাশ আহমেদ, সাবেক কো-অর্ডিনেটর সবুজ হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার কুষ্টিয়া জেলা ফোরামের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন, যুগ্ম কো-অর্ডিনেটর ছুম্মা খাতুন, যুগ্ম কো-অর্ডিনেটর ফয়সাল হাসানের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির কো-অর্ডিনেটর হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মামুন হোসেন ও যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে চারুকলা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি মনোনিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম কো-অর্ডিনেটর (ছেলে) মো. আসাদ উল্লাহ, অর্থ সম্পাদক তানভীর শাহরিয়ার নাঈম, গণ যোগাযোগ সম্পাদক শান্ত শিশির, কর্মশালা সম্পাদক তাসমিয়াহ খানম। এছাড়াও কার্যনির্বাহি সদস্যরা হলেন- তানিয়া হানিফ প্রমি, শামীমা রহমান, ইসরাত জাহান দ্বীনি, মোতালেব বিশ্বাস লিখন, মো. তৌফিকুর রহমান রিফাত ও ফারজানা বিনত ফারুক মনীষা।
নবনির্বাচিত কমিটির কো-অর্ডিনেটর মামুন হোসেন বলেন, ’ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত কেবল একটি ইউনিট হিসেবে কাজ করে যাচ্ছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই ইউনিট একটি সাংগঠনিক জেলার মর্যাদা লাভ করতে সক্ষম হয়। ক্ষুধা মুক্ত ও আত্মনির্ভরশীল একটি স্বচ্ছল বাংলাদেশ বিনিমার্ণে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই কমিটি নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। এটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।