আবু বকর, ইবি থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মাহমুদুর রহমানের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক গবেষণা গ্রন্থ ‘Regulating Foreign Direct Investment for Development: Perspectives from Bangladesh’ শিরোনামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি বিশ্ব বিখ্যাত প্রকাশনা সংস্থা Taylor & Francis Group’s Routledge থেকে লন্ডন ও নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছে।
বইটি বুধবার (৬ নভেম্বর) রাউটলেজ কর্তৃক প্রকাশিত হয়। ১২৬ পৃষ্ঠার এই বইটিতে বিদেশি বিনিয়োগের উন্নয়নশীল দেশে প্রভাব ও নীতিনির্ধারণে বাংলাদেশের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। এটি উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে বিনিয়োগ নীতিমালা ও তার বাস্তবায়নের ওপর একটি গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বাংলাদেশের নির্দিষ্ট প্রেক্ষাপটে, এই গবেষণার ফলাফল বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) কৌশলবিদ, নীতিনির্ধারক, আলোচক, প্রশাসক এবং আইন প্রণেতাদের জন্য একটি ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরি করতে অত্যন্ত সহায়ক হবে, যা উন্নয়নের জন্য এফডিআই অর্থাৎ, সরাসরি বিদেশি বিনিয়োগে আকর্ষণে সহায়তা করবে।
উল্লেখ্য, প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন গবেষণায় তার অবদান আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত।