ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির (আইইউপিএস) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও ক্যাপচার্স মোমেন্টের স্বত্বাধিকারী মো. জাহির ইসলাম আনন্দসহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আশরাফুল হক ও শাকিরা ইসলাম।
সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিন বলেন, ‘আজকের নবীনবরণ অনুষ্ঠান আইইউপিএসের অন্যতম উৎসবমুখর দিনগুলোর মধ্যে একটি দিন। আমরা নতুনদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়তা করতে চাই। আমরা এখন মাল্টিমিডিয়ার যুগে বসবাস করছি। এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শুধু শৈল্পিক মাধ্যম নয়; বরং এটি একটি শক্তিশালী ভাষা।’
তিনি আরো বলেন, ‘কেবল ক্যামেরার শাটার টিপতেই পারদর্শী না হয়, দৃষ্টিভঙ্গি ব্যবহারের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে— এটাই আমাদের প্রত্যাশা।’
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ফটোগ্রাফি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এটি একটি সমাজ তাত্ত্বিক কাজ। তোমরা এটিকে শিল্প মনে করবে। ফটোগ্রাফির পাশাপাশি তোমার যদি অডিও ও ভিডিও নিয়ে কাজ কর, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারবে।’
তিনি আরো বলেন, ‘তোমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ নানা সমস্যা এবং কর্তৃপক্ষের কোন কাজ করা উচিত ইত্যাদি বিষয় তুলে ধর। তোমাদের শিল্প মনা হতে হবে। কারণ, শিল্প মনা না হলে ভালো ছবি ধারণ করা যায় না।’