আঞ্চলিক বৈষম্য নিরসনে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে তিন দফা দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ চলছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুরের লালবাগ থেকে মিছিল বের হয়। মিছিলটি রংপুরের প্রবেশমুখ মডার্ন মোড়ে এসে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে সহ চারজনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানান। আন্দোলনকারীরা উপদেষ্টা নিয়োগ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।