খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত হয়।
এছাড়া ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম।
তবে উপাচার্য প্রফেসর ড. অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে এখনও অনড় সাধারণ শিক্ষার্থীরা। ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠাবেন বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর আজ বুধবার দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে।