জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ মঈন-ফখরুদ্দিলের দুশাসনের ২ বছর এবং পরর্বতীতে শেখ হাসিনার ফ্যাসিজমের সাড়ে ১৫ বছর—এ সাড়ে ১৫ বছরে অসংখ্য আল্লাহর বান্দা-বান্দী খুন ও গুম হয়েছে। পঙ্গু হয়েছে, মামলার আসামী হয়েছে। দফায় দফায় জেলে দিয়েছে। চাকরি হারিয়েছে, বাড়ী-ঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর জুলুম করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়তে ইসলামীর আমির মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াত ইসলামী, নরসিংদী আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, এক এক করে আমাদের ১১ জন শীর্ষ নেতাকে জেলের ভিতর হত্যা করা হয়েছে। বাংলাদেশ জামায়ত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সারাদেশের কার্যালয়গুলো সিলগালা করে রাখা হয়েছিল।
তিনি বলেন, অবশ্যই নির্বাচন হতে হবে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই। সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। যে সমস্ত যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই তাদের তালিকাভুক্ত করতে হবে। জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছে। তারা আমাদের সঙ্গে মিলে যুদ্ধ করেছে। রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল পতাকা দেখিয়েছে। আমরা তাদের স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জামাতের নেতৃত্বে আগামীতে সাম্য ও সুন্দর বাংলাদেশ গড়তে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস এবং নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন।
জনসভায় অংশ নেওয়া জামায়াতের এক কর্মী বলেন, দীর্ঘ ২৫ বছর পর আজ নরসিংদী শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় অংশ নিতে পেরে মহান রব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করছি।