পাঠকবন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন পাঠকবন্ধু, ইবি শাখার সভাপতি আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও অন্যান্য সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণের পর সংগঠনের সভাপতি আহসান হাবীব রানা বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের স্মারক। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। বিজয়ের এই আনন্দের সঙ্গে আমাদের দায়িত্ব হলো— এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।’
সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘আজ মহান বিজয় দিবস। দীর্ঘ প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পৃথিবীর বুকে লাল সবুজের নতুন মানচিত্র পেয়েছি। পাঠকবন্ধু, ইবি শাখার পক্ষ থেকে এই মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা নিজেরা এই বিজয়ের চেতনা নিজেরা ধারণ করব এবং তরুণ প্রজন্মের নিকট তা পৌঁছে দিব।’