ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ৭০ জনেরও অধিক শীতার্তদের মধ্যে কম্বল, চাদর, কান টুপি ও মাফলার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সিআরসি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই সিআরসি’র মূল লক্ষ্য। আসুন, সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। একসঙ্গে বাঁচি, একসঙ্গে হাসি।’
সভাপতি ইমদাদুল হক বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গভীর আত্মিক প্রশান্তি অনুভব করছি। এই প্রশান্তিই আমাদের এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’
উক্ত কর্মসূচির সমন্বয়কারী ও ইবি সিআরসি শাখার সাধারণ সদস্য মো. ফাহিম বলেন, ‘শীতার্ত মানুষকে সহায়তা করার মাধ্যমে আমরা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।’
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’— স্লোগানকে সামনে রেখে কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রতিবারের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাত ১১টা ও আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের খুঁজে শীতবস্ত্র বিতরণ করে।