মূলধারা রিপোর্ট
দেশের শেয়ারবাজারে লেনদেন কমে তলানীতে এসে ঠেকেছে। আজ সোমবার ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে মাত্র ২৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের দিনও একই অবস্থা ছিল।
বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ লেণদেনকৃত মোট ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৯টির। আর ৯০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৬ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই—৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের পাশাপাশি এই বাজারে লেনদেনও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৪ কোটি ৭২ লাখ টাকা। এরআগে গত ৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। ফলে গতকাল ডিএসইর এই লেনদেন চার মাসের মধ্যে সর্বনিম্ন।
দেশের প্রধান এই শেয়ারবাজারে আজ টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটারের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১১ কোটি ৫৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের ৮ কোটি ৯৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরো রয়েছে— ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফাস্টর্ মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার টেক, ফাইন ফুডস, স্যালভো কেমিক্যাল এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেনকৃত মোট ২০৫টি কোম্পানির মধ্যে ৭০টির দাম বেড়েছে। কমেছে ৯০টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৬ পয়েন্ট।
আজ সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ৪ কোটি ৬৫ লাখ টাকা।