মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী ১২ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ. হান্নান ও সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ।
এর আগে সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংগাইর কলেজের সাবেক সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আরা ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ সংবাদকর্মী, সুশীল সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ ছিল নৃত্য, অভিনয় ও ‘যেমন খুশি তেমন সাজো’।