প্রতিটি ভোরের সূর্যই আমাদের জন্য নতুন। তবে চলে যাওয়া সময়টা পুরানো, ফিকে হয়ে যায়। ফেলে আসা বছরে নানা জল্পনা-কল্পনা, স্মৃতি-ভালোবাসা সব জেনো মনে গেঁথে শুরু করতে হয় নতুন বছরের নতুন সূর্যের সাথে। নতুন দিন বা বছরের সাথে সাথে নিজেকে প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলতে হয়। নিজেকে গড়ে তোলা মানে সমাজ ও দেশকে গড়ে তোলা।
চলুন জেনে নেওয়া যাক নিজেকে কিভাবে গড়ে তুলব:
১. প্রতিদিন সকালে সৃষ্টিকর্তার প্রার্থনা দিয়ে শুরু করা।
২. সকালে নিয়মিত হাঁটা।
৩. সুষম খাদ্য গ্রহণ
৪. সংবাদ মাধ্যম দেখা বা পড়া।
৫. সকালে অত্যন্ত ২ঘন্টা বই পড়া। (হোক সেটা পাঠ্যবই কিংবা অন্য যেকোনো বই)
৬. বাড়ি থেকে স্কুল কিংবা কর্মক্ষেত্রে বা বাহিরে বের হওয়ার সময় বাড়ির লোকজনকে সালাম দিয়ে বের হওয়া। (পথিমধ্য বড়দের সালাম ও শ্রদ্ধা জানানো।)
৭. রাস্তা পারাপারে ফুট-ওভার ব্রিজ বা জেব্রা-ক্রসিং ব্যবহার করা। (অন্যকে রাস্তা পারাপারে সাহায্য করা।)
৮. যেখানে সেখানে ময়লা না ফেলে, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা।
৯. বাসে বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তিদের বসার জায়গা করে দেওয়া।
১০. স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পড়া মন দিয়ে শোনা।
১১. কর্মক্ষেত্রে নিজেকে কর্মঠ করে তোলা।
১২. সহপাঠী বা সহকর্মীদের সাথে বন্ধুসুলভ আচরণ করা।
১৩. নিজের কাজে মনোযোগ দেওয়া ও অন্যকে সাহায্য করা।
১৪. বিকেলে খেলার মাঠে বা বাড়ির ছাদে খেলাধুলা করা।
১৬. সন্ধ্যায় কুরআন বা গিতা পাঠ করা
১৬. তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা।
১৭. প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা।
১৮. নিজ ও অন্যের প্রতি সৎ থাকা।
১৯. মিথ্যা না বলা।
২প. ভালো কাজের পরামর্শ দেওয়া, মন্দ কাজ থেকে দূরে থাকা।
২১. চাকুরির পিছনে না ছুটে, উদ্যোগতা হওয়া।
২২. সৃজনশীল হওয়া।
২৩. কর্মমুখী শিক্ষায় যোগদান।
২৪. সপ্তাহে কিংবা মাসে অত্যন্ত একবার ঘুরতে যাওয়া।
২৫. সর্বোপরি দেশ ও দেশের কল্যাণে নিয়োজিত থাকা