সমৃদ্ধ হোক গ্ৰন্থাগার এই আমাদের অঙ্গীকার-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় গ্ৰন্থাগারের উদ্যোগে ‘৫ই ফেব্রুয়ারি জাতীয় গ্ৰন্থাগার দিবস-২০২৫’ পালিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্ৰন্থাগারের গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত গ্ৰন্থাগারিক মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, ছাত্র উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরিয়ান মো. আব্দুল আজিজ।

ভারপ্রাপ্ত গ্ৰন্থাগারিক মোছা. শাহনাজ বেগম বলেন, ‘একটি লাইব্রেরির প্রাণ হলো পাঠক। আমরা সীমিত সম্পদ নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে আহ্বান, আপনারা লেইব্রেরিতে এসে একে আরো প্রাণবন্ত করবেন।’
উপ–উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘লাইব্রেরি একটি প্রাচীন প্রতিষ্ঠান। আদম (আ.) এর সময়ে লাইব্রেরি ছিল কিনা তা আমি খুঁজে পাইনি। হযরত ইদ্রিস (আ.) এর সময়ে লাইব্রেরি ছিল। ‘ইদ্রিস থেকে মাদ্রাসা’ এই শব্দ বিবেচনায় থেকে বুঝা যায় যে, সেসময়ে স্কুল প্রতিষ্ঠান ছিল এবং প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল। স্পেন, উমাইয়া ও ভারতবর্ষে মোঘল আমলের পরে ব্রিটিশ শাসনামলেও সবসময় লাইব্রেরির গুরুত্ব ছিল।’
তিনি আরো বলেন, ‘প্রথম দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ লাইব্রেরি ছিল না। কিন্তু এখন আমাদের প্রতিটি বিভাগে লাইব্রেরি রয়েছে। আজকে এই আয়োজন যেভাবে পালিত হয়েছে, পরবর্তীতে এর থেকে আরো জাঁকজমকভাবে জাতীয় গ্ৰন্থাগার দিবস পালিত হবে।’