ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ করছেন এলাকাবাসী। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কুষ্টিয়া–খুলনা মহাসড়কে গাছ কেঁটে সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসীরা। এই দাবিতে স্থানীয়দের সাথে একমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল ও অরক্ষিত করা এবং থানা অন্যত্র সরানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যানারে মানবন্ধন ও সমাবেশ করে।
আন্দোলনকারীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে আমরা ঝাউদিয়ায় নিয়ে যেতে দিব না। দায়িত্বশীল পর্যায়ের কেউ এসে কথা বললে শর্তসাপেক্ষে অবরোধ ছাড়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, অন্তত ৫টি ইউনিয়নের মানুষের একটি দাবিতে এখানে আমরা দাঁড়েছি। ইবি থানাকে ঝাউদিয়া নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কখনও এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আপনারা প্রয়োজনে অন্যভাবে ঝাউদিয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের থানা স্থানান্তর করা যাবে না। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি জড়িত।