সরকার ও বাংলা একাডেমি কাছে ভাষা শহীদদের সম্মানার্থে দেশের সর্বত্র শুদ্ধ বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই ও রফিক স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.খোরশেদ আলম। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগরে (পারিল গ্রামে) ভাষা শহীদ রফিক গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, যখন দেখি বিভিন্ন সাইনবোর্ডসহ অনেক কাজেই বাংলাভাষা ভূলভাবে ব্যবহার হচ্ছে তখন খুব কষ্ট পাই। কারণ ভাষার এই অপব্যবহারের জন্য তো আমার ভাইয়েরা জীবন দেয়নি। এছাড়া সরকারি-বেসরকারি সকল দাপ্তরিক কাজে এবং বিচার কার্জে আদালতের রায়ও বাংলা ভাষায় করার দাবি জানান তিনি।

দুঃখ প্রকাশ করে খোরশেদ আলম বলেন, বছরে অন্যান্য সময় কেউ আমাদের এবং রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের খবর রাখেনা। একমাত্র এই সময় আসলেই লোকজন খবর নেয়।
এছাড়া ২১ ফেব্রুয়ারী উদযাপনকে ঘিরে বিপুল অর্থের প্রয়োজন হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়া গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখভালের দায়িত্বে থাকা ভাষাশহীদ রফিকের ভাতিজা মো. শাহজালাল ও গ্রন্থাগারিক ফরহাদ হোসেনের আর্থিক সুবিধা বৃদ্ধিসহ চাকরি স্থায়ী করার দাবি জানান তিনি।

একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে একুশের প্রথম প্রহর থেকেই সিংগাইর উপজেলা চত্বর ও রফিক নগরে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়িতে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, ইউএনও মো.কামরুল হাসান সোহাগ, সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এবং স্কুল- কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দসহ সর্বস্তরের মানুষ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।