মানিকগঞ্জের সিংগাইরে পিতা ও পুত্রদের কুপিয়ে গুরুতর জখম করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ ও ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ (৫০) গংদের বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা ।
এ ঘটনায় শুক্রবার (২১ফেব্রুারি) রাতে আহত আব্দুল লতিফের স্ত্রী আকলিমা বেগম সিংগাইর থানায় ১০ জনের নাম উল্লেখ পূর্বক লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারে আমজাদ সেনেটারীর দোকানের সামনে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জাইল্যা গ্রামের আব্দুল লতিফ (৬০) ও তার তিন ছেলে আবুল কাশেম (৩৫), ওয়াসিম (২৭) ও জসীম (২১)। অপরদিকে হামলাকারী অভিযুক্তরা হলেন, একই গ্রামের আব্দুর রশিদ (৫০), আঃ মান্নান (৫২), আমজাদ (৪৮),আতোয়ার (৩৮), রায়হান (৩২), বক্কর (২৫), আঃ লতিফ (৬০), পান্নান (৪৫), রিফাত (২১) ও মাহফুজ (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবুল কাশেম চারিগ্রাম বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘আল মক্কা জুয়েলার্স’ খোলার জন্য যাচ্ছিলেন। এ সময় চারিগ্রাম বাজারে আমজাদ সেনেটারীর দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাকে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে । এক পর্যায়ে অভিযুক্তরা তার মাথা লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ মারে। আবুল কাশেমের চিৎকারে তার দুই ভাই ওয়াসিম, জসীম ও পিতা আব্দুল লতিফ তাকে বাঁচাতে এলে অভিযুক্তরা তাদেরও আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা ও ২৮ লাখ টাকা মূল্যের স্বর্ণে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগটি দেখেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।