সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য। কিন্তু আমাদের দেশে অনেক স্থানে ভাঙাচোরা ও জরাজীর্ণ রাস্তাঘাটের চিত্র দেখা যায়, যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এ ধরনের দুর্বল অবকাঠামো শুধু নাগরিকদের ভোগান্তির কারণ নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নকেও ব্যাহত করে। তাই ভাঙা রাস্তাঘাট সংস্কার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
ভাঙা রাস্তাঘাটের পেছনে বিভিন্ন কারণ বিদ্যমান। অনেক সময় রাস্তা নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। ভারী যানবাহনের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে রাস্তার স্থায়িত্ব কমে যায় এবং অল্পদিনের মধ্যেই ফাটল ধরে। অতিবৃষ্টি, বন্যা ও ভূমিকম্পের কারণে রাস্তাঘাটের ক্ষতি হয় এবং সেগুলো দ্রুত ভেঙে পড়ে।রাস্তাঘাটের যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে তা নষ্ট হতে শুরু করে। গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন মেরামতের জন্য অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়ার ফলে তা দুর্বল হয়ে পড়ে।

ভাঙা ও অনিরাপদ রাস্তাঘাট মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলে। ভাঙা রাস্তায় যান চলাচলে সমস্যা হয়, ফলে যানজট সৃষ্টি হয় এবং মানুষের সময়ের অপচয় হয়। ফাটলধরা বা গর্তযুক্ত রাস্তায় চলাচলের ফলে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়, বিশেষত মোটরসাইকেল ও রিকশার মতো হালকা যানবাহনের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। আমাদের দেশে সড়ক দূর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভাঙা রাস্তা এর অন্যতম কারণ। খারাপ রাস্তার কারণে পণ্য পরিবহন ব্যাহত হয়, যার ফলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। কৃষিপণ্য পরিবহনেও সমস্যা সৃষ্টি হয়। রাস্তার ধুলোবালি ও কাঁদার কারণে মানুষের শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, পাশাপাশি এম্বুলেন্স বা দমকল বাহিনীর মতো জরুরি সেবাগুলো ব্যাহত হয়।
ভাঙা রাস্তাঘাট সংস্কার করতে হলে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাস্তাঘাটের নিয়মিত তদারকি ও মেরামত নিশ্চিত করতে হবে যাতে ক্ষতি হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায়। রাস্তা নির্মাণে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। রাস্তা খোঁড়ার আগে যথাযথ পরিকল্পনা নিতে হবে যাতে একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি করতে না হয়। জনগণকে রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করতে হবে।
সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সংস্কার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।ভাঙা রাস্তাঘাট শুধু মানুষের ভোগান্তির কারণ নয়, বরং এটি দেশের সার্বিক উন্নয়নের পথে বড় বাধা। যদি রাস্তা সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে যানজট, দুর্ঘটনা ও অর্থনৈতিক ক্ষতি কমবে। তাই সরকার, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দ্রুত রাস্তাঘাট সংস্কার করা জরুরি। একটি উন্নত যোগাযোগ ব্যবস্থাই হতে পারে দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
লেখক : শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়