এখন যুগটা হচ্ছে শাসন, শোষণ আর ভাষণের। আমরা বেশ পাকা এই তিনটি বিষয়ে। মজার ব্যাপার হলো মার্ক জাকারবার্গ কর্তৃক সোশ্যাল মিডিয়া চালু হওয়ার পর আমাদের সমাজ—রাষ্ট্র—ব্যক্তিজীবনের ধরনই বদলে গেছে। সব কিছু চলছে আমাদের আদেশ—উপদেশ আর নির্দেশ দেওয়ার ওপর। ফেসবুক মানেই এখন ভালো ভালো কথা আর আদেশ—নির্দেশ—উপদেশ। ভূরি ভূরি লেখক হয়েছে, কিন্তু পাঠক নেই। কথা আছে, কাজ নেই। তারপরও চুপ থাকা যাবে না ‘শো মাস্ট গো অন’। ভুল বানান, অশুদ্ধ বাক্যেও এখন সবাই উপদেশ বিতরণ করে যাচ্ছে। একে—অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।
অবশ্য আমাদের দেশের মানুষ বড় বড় কথা বলায় বরাবরই ওস্তাদ। আর এ ব্যাপারে রাজনীতিবিদরা সব সময় অগ্রগণ্য। শীত—গ্রীস্ম—বর্ষা—শরৎ—হেমন্ত—বসন্ত কোনো ঋতুতেই তাদের মুখ বন্ধ থাকে না। কোকিল কেবল বসন্তে গায়। কিন্তু আমাদের রাজনীতির ‘কোকিল’গণ বারো মাস গেয়ে যান, নানা কথা, নানা সুর, নানা বুলি। এসব কথা শুনে আমরাও আমোদিত—বিনোদিত হই। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই—ঘেরা জীবনে নেতানেত্রীদের এসব কথা যেন জীবনীশক্তি হিসেবে কাজ করে।
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের কথাই ধরা যাক। ভালো ভালো কথা বলার ক্ষেত্রে তিনি বর্তমানে রেকর্ড সৃষ্টি করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘তাদেরকে বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য।’’ তিনি আরো বলেছেন, “ভুল মানুষই করে। দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে কোনো অবিচার করে নয়।”
ডা. শফিকুর রহমান যা বলেছেন, সেটা দেশের মানুষের একদম মনের কথা। মানুষ আসলে একটা শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চায়। স্থিতি চায়। ধর—মার—কাট—নিষিদ্ধ কর, পিটিয়ে মেরে ফেল—ধরনের কোনো ধরনের উত্তেজনা চায় না। আবার তারা অবারিত দুর্নীতির বিচার চায়। সেটা রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী— যেই হোক না কেন।
সমস্যা হলো, আমাদের দেশের রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকে তখন খুব ভালো ভালো কথা বলে। আর যখনই ক্ষমতায় যায় তখন ঠিক বিপরীত সব কাজ করতে শুরু করে। এ ব্যাপারে জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ কিংবা বাম নেতাদের ভূমিকার তেমন কোনো পার্থক্য দেখা যায় না। বড় বড় কথা, ভালো ভালো কথা বলার ক্ষেত্রে আমাদের দেশের মানুষের কোনো তুলনা নেই। বড়াই করার ক্ষেত্রেও আমাদের দেশের মানুষ খুবই দক্ষ।
আমার দাদার হাতি ছিল, মামা বিরাট বড় সরকারি অফিসার, ছোট চাচা আমেরিকায় অনেক টাকা উপার্জন করেন, আমি অক্সফোর্ডে তিন তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলাম, এমন বড়াইয়ের কোনো শেষ নেই। প্রচণ্ড মার খেয়ে যে মরতে বসেছে, সেও অস্ফূট স্বরে ঘোষণা করে, ‘তোকে দেখে নেব!’ গতরে শক্তি না থাকুক, ঘটে জ্ঞান না থাকুক, পকেটে টাকা না থাকুক, কিন্তু বড় বড় কথা বলার ক্ষেত্রে আমাদের জুড়ি নেই। কথার বড়াইয়ে পৃথিবীর অন্য যেকোনো দেশ ও জাতির তুলনায় নিঃসন্দেহে আমরা সেরা, এগিয়ে।
এ প্রসঙ্গে মনে পড়ছে নাসিরুদ্দিন হোজ্জার একটি গল্প। সরাইখানায় জনাপাঁচেক সৈন্য যুদ্ধক্ষেত্রের বিষয় নিয়ে খুব হামবড়া ভাব দেখিয়ে গল্প করছিল। সেখানে যে লোকজন বসেছিল তারা হাঁ করে তাদের গল্প শুনছিল এবং মাঝেমধ্যে কথায় সায় দিচ্ছিল। তার মধ্যে একজন সৈন্য বলল, ‘আমি যখন একখানা মাত্র তলোয়ার নিয়ে শত্রুপক্ষকে খুব সাহসের সঙ্গে তাড়া করলাম, তখন ব্যাটারা পড়ি কি মরি করে প্রাণের ভয়ে যে যেদিকে পারল ছুটে পালাল। পেছন ফিরে একবারও তাকাল না।’
আর একজন সৈন্য বলল, ‘একবার যুদ্ধ করতে করতে একসময় বন্দুকের গুলি ফুরিয়ে যায়। তখন আমি সেই গুলিবিহীন বন্দুকটি নিয়ে বিপক্ষ দলের দিকে হুঙ্কার দিয়ে সাহসের সঙ্গে এমন তাড়া করলাম যে বিপক্ষ দলের সৈন্যরা ভয়ে আধমরা হয়ে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে মারা গেল সবাই। একটাও রইল না যুদ্ধ করার জন্য।’ওই সময় হোজ্জা সাহেবও বসে বসে খাবার খাচ্ছিলেন। তিনি ভাবলেন, এই চাপাবাজির একটি জবাব দেওয়া দরকার। তাই কথার মাঝখানে হোজ্জা বেশ গম্ভীরভাবে বললেন, ‘আমি সেবার যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধে এক দুশমনের পা কেটে দিয়েছিলাম তলোয়ারের এক আলতো খোঁচায়।’
‘মাথা না কেটে পা কাটলেন কেন?’ একজন সৈন্য হোজ্জা সাহেবকে জিজ্ঞেস করল।
‘ইয়েৃআমি যার পা কেটেছিলুম, তার মাথাটা আগে থেকেই কাটা ছিল।’
কথার বড়াই করতে গিয়ে বেশিরভাগ মানুষকেই কিছু মিথ্যে বলতে হয়। কেননা শুধু সত্য দিয়ে ‘বড়াই’ করার মতো পর্যাপ্ত উপাদান অধিকাংশ মানুষেরই থাকে না। সে দিক থেকে প্রত্যেক মানুষই কমবেশি মিথ্যা বলে। কেউ প্রয়োজনে বলে, কেউ আবার মনের আনন্দে বলে। তবে বিনা কারণে, বিনা প্রয়োজনে নির্বিকারভাবে মিথ্যা কথা বলে এমন লোক আমাদের সমাজে কম নেই। কেউ কেউ অহঙ্কার করার জন্য মিথ্যা কথা বলে। অফিসের বসরা যেমন বলে থাকেন, আমার চেয়ে ভালো ইংরেজি এ অফিসে একজনও জানে না। কিংবা কাজে ফাঁকি দেয়া আমার ডিকশনারিতে নেই।
আমাদের বন্ধু—বান্ধবরাও বিস্তর মিথ্যা বলে। অনেকেই আছে যারা বঙ্গবাজার থেকে আনকোরা এক মাল গায়ে চাপিয়ে বলে, এটা আমার আঙ্কেল নিউজার্সি বা আন্টি ‘এলে’ (লস—এঞ্জেলেস) থেকে পাঠিয়েছেন!
অনেকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অথবা জয়েন্ট ইন্টারোগেশন সেলে আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জেরায় জর্জর হয়ে মিথ্যা কথা বলে। দেরি করে অফিসে পৌঁছে ঊর্ধ্বতনের কাছে, রাতে দেরি করে বাসায় ফিরে বউয়ের কাছে মিথ্যা কারণ দেখানোরও অনেকের প্রয়োজন পড়ে। স্কুলের ক্লাসে ছাত্রছাত্রীরা মিথ্যা বলবে কিংবা অফিসে বসের কাছে কনিষ্ঠ সহায়ক অসত্য অজুহাত দেবে কাজ না করার, এতে আশ্চর্যের কিছু নেই। বাড়ির কাজের লোক বাজার করে এসে সত্যি হিসাব দেবে, কিংবা লম্পট স্বামী স্ত্রীর কাছে সত্য বিবৃতি দেবে, এরকম আশা করাটাও অন্যায়।
এগুলোর তবু কার্যকারণ আছে। এসব মিথ্যা ভাষণের প্রয়োজন বোঝা কঠিন নয় এবং যে মিথ্যা বলছে তার কাছে এর প্রয়োজনও রয়েছে। কিন্তু এর বাইরে এক ধরনের প্রয়োজনহীন মিথ্যা কথা আছে। মনের আনন্দে নির্দ্বিধায় উল্টোপাল্টা ডাইনে—বাঁয়ে মিথ্যা বলা অনেকের স্বভাব এবং বলতে না পারলে তারা দম বন্ধ হয়ে পেট ফেটে মরে যাওয়ার অবস্থায় পৌঁছে যায়। ডাকটিকেট জমানো ও পুরনো মুদ্রা সংগ্রহের মতো অনেকের হবি হচ্ছে মিথ্যা বলা। তবে এসব মিথ্যা খুবই সাধারণ এবং নির্দোষ। এ ধরনের মিথ্যা কারও কোনো ক্ষতির কারণ হয় না। স্রেফ গল্প দেয়ার জন্যই তারা এ ধরনের মিথ্যা চর্চা করে থাকে। যেমন কবে কোথায় কোনো মেয়ে তার প্রেমে পড়েছিল, কবে একদিন একাই দুই ছিনতাইকারীকে পাকড়াও করেছিল— এসব মিথ্যাচার কারও কোনো ক্ষতির কারণ হয় না। তবে সব ধর্মেই এ কথা বলা আছে— মিথ্যা বলা মহাপাপ। এই আপ্তবাক্য অবশ্য মিথ্যুকদের সত্য কথা বলার ক্ষেত্রে খুব একটা প্রভাবিত করতে পারেনি। সুযোগসন্ধানীরা স্বার্থ—সুবিধা ও প্রয়োজনমতো ঠিকই মিথ্যা চর্চা অব্যাহত রেখেছে।
বর্তমান জমানায় চারদিকে মিথ্যারই জয়জয়কার। বর্তমানে শিক্ষার্থী, চাকরিজীবী, প্রেমিক—প্রেমিকা, পুলিশ, আমলা, ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ ও মন্ত্রীরা তো মিথ্যা বলেনই; এমনকি ধর্মগুরুরা পর্যন্ত মিথ্যা কথা বলেন। তবে মিথ্যা বলার ক্ষেত্রে রাজনৈতিক নেতানেত্রীরা আপসহীন ও অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। স্বার্থ হাসিলের জন্য, দায় এড়াতে (পিঠ বাঁচাতে) এবং প্রতিপক্ষকে ফাঁসাতে এমন মিথ্যা চর্চা পৃথিবীর ইতিহাসে অন্য কেউ কখনও করেছে কিনা সন্দেহ।
যারা দুর্নীতি করেছেন, তারা বলেন আমি নির্দোষ। যারা জঙ্গি সৃষ্টি করছেন, তাদের মদদ দিয়েছেন, তারা বলেন, না ওসব মিথ্যা কথা। আমি মহান। কেউ তার অপরাধ স্বীকার করেন না, হাতেনাতে ধরা পড়লেও না। যাদের যা করার কথা তারা তা করেন না। অথচ নিয়মিত প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলে অস্বীকার করে বসেন। এভাবে মিথ্যা আর অসত্যের চাদরে সব কিছুকে ঢেকে ফেলা হয়েছে। সবাই যেন মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছেন। কেউ সত্য কথা বলছেন না। তারা অবশ্য মিথ্যাকে প্রতিষ্ঠিতও করতে পারছেন না। আজকের মিথ্যাকে আগামীকালই সত্য হিসেবে কবুল করছেন। তারপর শুরু করছেন নতুন করে মিথ্যাচার।
লেখক: চিররঞ্জন সরকার। রম্যরচয়িতা
(এই মতামতের সম্পূর্ণ দায় লেখকের। এর জন্য দৈনিক মূলধারা কোনোভাবেই দায়ী নয়।)