এ কে এম কামাল উদ্দিন টগর, আত্রাই, নওগাঁ থেকে
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন।
সভার শুরুতে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া।
স্মরণ-সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণঅভ্যুত্থানে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না।
তিনি আরো বলেন, যে কোনো প্রতিকুলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়িত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। সকল আন্দোলনে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না। যারা আন্দোলনে অংশগ্রহণ করে, তারা আলোকবর্তিকা হিসেবে কাজ করে এবং অন্যদের পথ দেখিয়ে নিয়ে যায়। যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন, সবার আত্নত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর সমাজ ও সুন্দর দেশ গড়তে পারি।
স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অভিজিৎ সরকার, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, মোল্লা আজাদ সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ এবং গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য—১৮ বছরের শহীদ হওয়া টগবগে তরুণ ফাহমিনের পিতা আবেদ আলী, শহীদ শাকিল আনোয়ারের সহধর্মিণী সালমা আক্তার। ছাত্র-সমাজের পক্ষ থেকে ছাত্র-নেতা সম্রাট তারেক আহম্মেদ, মো. রাকিব হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া স্মরণ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।