সাদিকুর সাদিক, কুষ্টিয়া থেকে
কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ‘পিয়ারপুর মডেল মাদ্রাসা’র নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ (১ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় ইমাম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, গ্রামবাসীর সহযোগিতায় ৮ শতক জমির ওপর মাদ্রাসাটির নির্মাণ কাজ চলছে। ২ লাখ ৫০ হাজার টাকায় ক্রয়কৃত জমিটি মাদ্রাসার নামে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে ৷ এ মাদ্রাসায় নুরানী শাখা ক্লাস ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা গ্রহণ করেছে পিয়ারপুর যুব সমাজ ।
স্থানীয় এক ইমাম বলেন, ‘দ্বীন ইসলামের অস্তিত্ব যদিও মৌলিকভাবে মাদ্রাসার ওপর নির্ভরশীল নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দ্বীন-শিক্ষা মাদ্রাসার ওপর নির্ভরশীল। বর্তমানে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা অস্তিত্ব মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় অনুগ্রহ-নিয়ামত।’
এক গ্রামবাসী বলেন, ‘সন্তানকে দ্বীনী মাদ্রাসায় পড়ানো, আলেম বানানো একজন মুমিনের শ্রেষ্ঠ স্বপ্নগুলোর অন্যতম।’
পিয়ারপুর যুব সমাজের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থাকলেও দ্বীন শিক্ষার জন্য কোনো মাদ্রাসা নেই। আর এ কারণে গ্রামের যুব সমাজ একত্রিত হয়ে এ উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গ্রামবাসীর সহযোগিতায় জমি কিনে মাদ্রাসার কাজ শুরু করা হলো।
তবে মাদ্রাসাটির নির্মাণ কাজ শেষ করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই সম্পূর্ণ অর্থ তাদের কাছে নেই। আর তাই মাদ্রাসা নির্মাণ কাজে বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের আহ্বান, ‘গ্রামবাসীর সহযোগিতায় আমরা জমিটা ক্রয় করেছি। সহযোগিতা পেলে আমরা মাদ্রাসার সম্পূর্ণ কাজ শেষ করতে পারব। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাই।’