মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ধরা পড়া ৪৪কেজির একটি বাঘাইর মাছ প্রায় অর্ধ লাখে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিন মাঝির জালে ৪৪ কেজি ওজনের বাঘাইরটি ধরা পড়ে। মমিন মাঝি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।
পরে সকালে শিবালয় উপজেলার আরিচা পাইকারি আড়তে ১১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।
জেলে আব্দুল মমিন বলেন, ‘আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা—এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ায় পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা দরে বিক্রি করি।’
জেলে আদর আলী বলেন, মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরো ভাল লাগে।
আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, আজ রোববার সকালে মমিন নামের জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে বিক্রির জন্য আরিচা আড়তে নিয়ে আসেন। ঢাকার এক পাইকার মাছটি ১১০০ টাকা কেজি দরে কিনে নিয়ে গেছেন।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমি অবগত নই।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। মনুষ্য-সৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে।