জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, নিজামী সাহেবকে দেয়া ফাঁসির রশিতে ফ্যাসিস্ট হাসিনাকেও ফাঁসি দেওয়া হবে। লাখো ছাত্র জনতার উত্তাল গণ-আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারে নির্মম নির্যাতন দীর্ঘ ১৮ বছর সহ্য করছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৮ মিনিটও সহ্য করতে পারেনি। দাদার দেশ ভারতে পালিয়ে গিয়েছেন। আমাদের নেতা-কর্মীরা জীবন দিয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালায়নি। গত ১৮ বছর আপনারা গুম, খুন,গায়েবি মামলা,ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দেশের মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন। এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী রাজনীতির কবর রচনা করা হয়েছে। দেশকে নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করলে এদেশের তৌহিদী জনতা বসে থাকবে না।
সোমবার (০২ ডিসেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাত (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার বলেন, ছাত্র-জনতার বিপ্লব ও অর্জনকে নস্যাৎ করতে আওয়ামী লীগ কখনো রিক্সাওয়ালা, কখনো আনসার এবং সনাতনী ভাই-বোনদের ভূল বুঝিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করেছে। সবশেষ সন্ত্রাসী সংগঠন ইস্কন দিয়ে বহুমুখী চক্রান্তের অংশ হিসেবে এডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু মিথ্যা রটানো হচ্ছে। জামায়াতে ইসলাম নাকি ক্ষমতায় গেলে উচ্চশিক্ষিত নারীদের চাকরি করতে দিবে না। আপনারা হয়তো জানেন না, আমাদের আমীরে জামায়াতের মেয়ে এবং মেয়ের জামাইরা সকলেই উচ্চশিক্ষিত, ডাক্তার। উনার মেয়েরাও চাকরি করছেন। আমার স্ত্রীও উচ্চশিক্ষিত নারী, কলেজের প্রফেসর। জামায়াত উচ্চশিক্ষিত মহিলাদের চাকরি করতে না দিলে আমরা দায়িত্বশীলদের পরিবারের সদস্যরা কিভাবে করছেন?
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা ছাত্রজনতার এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। গণ-অভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করার কেউ অপ তৎপরতা চালালে জামায়াতে ইসলামী ও দেশপ্রেমিক নাগরিকরা তা প্রতিহত করবে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ফটিকছড়ি থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ বায়েজিদ হাসান মুরাদ। এতে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বি এম মফিজুর রহমান আজহারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাইল গনী, হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরী, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম উদ্দিন সিকাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী প্রমুখ।