বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আইনজীবী সমিতির পথ চলা শুরু হলো। বাংলাদেশের বিভিন্ন জেলা বারের আইনজীবীদের নিয়ে সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধির পথে যাত্রা শুরু করলো এই অরাজনৈতিক সমিতি।
গত ৭ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির অ্যামব্রসিয়া ইনফিনিটি লাউঞ্জে এই সমিতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে । অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন আইনজীবী সমিতি থেকে প্রায় ১০০ জন আইনজীবী যোগদান করেন । সমিতির প্রতিষ্ঠাতা মোঃ রোকনুজজামান বলেন ‘সারা বাংলাদেশের আইনজীবীদের সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আইনজীবী সমিতির পথ চলা শুরু হলো। সমিতির প্রধান উদ্দেশ্য হল সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধি করা। সমিতির রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান আছে, এছাড়া সমিতির নিজস্ব সংবিধান তৈরীর কাজও এগিয়ে চলছে |
অনুষ্ঠান সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয় | সমিতির আজীবন সদস্যগণ এতে গঠনমূলক বক্তব্য রাখেন। এছাড়া তারা গান, আড্ডার মাধ্যমে অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন।