‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’— স্লোগানকে সামনে রেখে কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অষ্টমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়েনা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠনটির এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সিআরসি সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক নয়ন। সিআরসি স্কুল পরিচালক মো সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি) কাজ করে যাচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায়। আমরা আশা করছি, সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় অনেক বড় ভূমিকা পালন করবে।’
সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘আমরা শিশু অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের যা কিছু বাড়তি আছে, তা বিলিয়ে দিন অসহায়দের মাঝে।’
সংগঠনটি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে পথশিশুদের জন্য খেলা, কেক কাঁটা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
উল্লেখ্য, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ২০১৬ সালের ৫ই ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশুদের চাহিদা পূরণ ও শিক্ষা নিশ্চিতসহ নানা উন্নয়নমূলক সামাজিক কাজ করে যাচ্ছে।