শিক্ষার্থীদের চাহিদানুযায়ী সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন আবারও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করেছে। দীর্ঘ ২১ মাস বন্ধ থাকার পর পুনরায় এটা চালু হলো।
সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হয়। আগামী ৫ জানুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আজ বেলা বারোটার দিকে ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি খাবারের মান, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে বলেন। তিনি বলেন, ‘খাবার সবসময় ঢেকে রাখতে হবে। কর্মীদের নির্ধারিত ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে হবে। পাশাপাশি ক্যাফেটেরিয়াকে ধূমপানমুক্ত রাখতে হবে। কেউ যেন এখানে বসে ধূমপান না করে। আমরা পুরো ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ইবি শাখা সিওয়াইবি ও অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে ইবি ক্যাফেটেরিয়া লোকসানের মুখে পড়ে এবং বন্ধ হয়ে যায়। গত বছরের ২৭ আগস্ট পুনরায় চালু করা হলেও মাস না পেরতেই আবারও বন্ধ হয়ে যায়।