নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুলিপাড়া গ্রামে পানিভর্তি বালতিতে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তানভীর হোসেন। গত রবিবার বিকেল সাড়ে চারটায় নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপগঞ্জের পূর্ব দাউদপুরের আশুলিপাড়া গ্রামের কিরণ মিয়ার তিন বছর বয়সী ছেলে তানভীর হোসেন রবিবার বিকেলে তাদের উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তার মা তানজিলা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অন্য শিশুদের ডাকে তানজিলা বেগম ছুটে গিয়ে দেখেন তানভীর বালতিতে উপুড় হয়ে পড়ে গেছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।