গেল ৩০ অক্টোবর ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এরপর খেলেনি আর কোনো ম্যাচ। মেয়েরা এখনও আছেন ছুটিতে। তবে চ্যাম্পিয়ন হওয়ার সেই রেশ কাটেনি।
সবমহলে আলোচনা হয় মেয়েদের এমন অর্জন নিয়ে। নিজ এলাকায় এখনও সংবধর্ণা পাচ্ছেন সাফ চ্যাম্পিয়নরা। কবে নাগাদ ক্যাম্পে ফিরবে সেটাও জানা নেই। সবমিলিয়ে সময়টা ভালো কাটছে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের। এরই মধ্যে ফিফার পক্ষ থেকে সাবিনা খাতুনের দল পেয়েছে সুখবর। ফিফার নারী দলের র্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি করছেন সানজিদা-ঋতুপর্ণা-রূপনারা।
গতকাল বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির র্যাঙ্কিং হালনাগাদ শেষে বাংলাদেশের উন্নতির খবর জানা যায়। ১ হাজার ৯৭.৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৩২ নম্বরে। আগে ছিল ১৩৯ নম্বরে। তবে যাদের হারিয়ে বাংলাদেশ টানা দ্বিতীয়বার সাফ জিতেছে, সেই নেপালের অবস্থান ১০৩ নম্বরে। এছাড়াও ভারতের অবস্থান ৬৯ নম্বরে।
বাংলাদেশের উন্নতি হলেও নেপাল ও ভারতের অবনমন হয়েছে। অন্যদিকে মেয়েদের র্যাঙ্কিংয়ে র্শীষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।