ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শীতকালীন অবকাশ ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে ১ জানুয়ারি (বুধবার) পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বড়দিন ও শীতকালীন ছুটি হিসেবে কার্যকর হবে। তবে অফিস কার্যক্রম পুরোপুরি চালু হবে ২ জানুয়ারি থেকে, এবং ক্লাস ও পরীক্ষা শুরু হবে ৪ জানুয়ারি।
তবে বড়দিন ও শীতকালীন ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা কার্যক্রম যেমন— চিকিৎসা সেবা, পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট কার্যক্রম চালু থাকবে।