মহান বিজয় দিবস উপলক্ষে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআরসি স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, অর্থ সম্পাদক মো. ফাহিম মাহমুদ, স্কুল শিক্ষিকা সাধনা ইসলাম, সাবেক সভাপতি মো. শাহীদ কাওসার ও অন্যান্য সদস্যবৃন্দ।
অলোচনা সভায় বক্তাগণ স্কুলের বাচ্চাদের উদ্দেশে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি দেশ রক্ষায় নিজেদের আত্মনিয়োগের জন্য উদ্বুদ্ধ করেন।
সিআরসি’র সাবেক সভাপতি মো. শাহীদ কাওসার স্কুলের বাচ্চাদের উদ্দেশে বলেন, ‘তোমরা মনোযোগ দিয়ে লেখা পড়া করবে। আর পিতা-মাতা’র অনুগত, ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করবে। সর্বোপরি, দেশ প্রেমে নিজেদের নিয়োজিত রাখবে।’
সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের স্বাধীনভাবে চলার সুযোগ করে দিয়েছে। এই স্বাধীনতাকে যুগে যুগে ছিনিয়ে নেয়ার জন্য অপশক্তি মাথা উঁচিয়ে দাড়ায়। আমাদের তা রুখে দিতে হবে। আর এই বিজয়কে রক্ষা করতে হবে।’
স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। আশাকরি, আমাদের বাচ্চারা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলে দেশ সেবায় নিয়োজিত থাকবে।’
উল্লেখ্য, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ২০১৬ সালের ৫ই ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশুদের চাহিদা পূরণ ও শিক্ষা নিশ্চিতসহ নানা উন্নয়নমূলক সামাজিক কাজ করে যাচ্ছে।