কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শীতের মৌসুমে সমাজের বঞ্চিত মানুষের উষ্ণতা প্রদান ও সহযোগীতায় শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ২৭ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে ২১ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছিল।
আয়োজনটি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. শাহিদ কাওসার ও সহ–সভাপতি হাসিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম, সহ–সভাপতি মো. মোরছালিন ইসলামসহ প্রমুখ সদস্যবৃন্দ।
সভাপতি মো. ইমদাদুল হক বলেন, ‘পিতামাতা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাঁরা ভালোবাসা ও সম্মানের সাথে বেঁচে থাকুক। এই সংগঠনটি পথশিশু থেকে শুরু করে অসহায় মায়েদের জন্য সর্বদা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে, ইন শা আল্লাহ।’
সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আজ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব। আর শীতবস্ত্র বিতরণ কেবল উষ্ণতা দেওয়ার নয়; বরং ভালোবাসা ভাগাভাগি করার এক অনন্য উদ্যোগ। আমাদের ছোট্ট ভালোবাসা তাঁদের মুখে যে হাসি ফোটাতে পেরেছে, তা আমাদের জন্য অমূল্য।’