ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা– ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় রবীন্দ্র–নজরুল কলা ভবনের ২০২ নম্বর কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।
সালাহউদ্দিন মাহমুদ তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হামিম প্রধান।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সালাহউদ্দিন মাহমুদ তারেক বলেন, ‘ইবি গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি ছাড়াও নানা বুদ্ধিবৃত্তিক ও সামাজিক কাজ করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। আমরা শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতি উদ্বুদ্ধ করি। আজকের এই অনুষ্ঠানে নবীনরা যুক্ত হয়ে সংগঠনের সদস্য সংখ্যা বাড়ার পাশাপাশি পরিবারের নতুন মাত্রা যোগ হলো।’
সাধারণ সম্পাদক হামিম প্রধান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ গাজীপুর থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ব ও মেলবন্ধন তৈরিতে কাজ করে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য সার্বিক সহায়তায় সংগঠনটি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে থাকে। দূর থেকে আগত শিক্ষার্থীদের পরিবারের শূন্যতা পূরণের জন্য আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। আজকের এই আয়োজন তারই একটি দিক। ভাতৃত্বের এই বন্ধন অটুট থাকুক— সকালের কাছে এই প্রত্যাশাই করছি।’