শীত এসেছে। প্রকৃতির এই বদলে যাওয়ার ফলে অনেকের জীবন আনন্দময় হয়ে উঠলেও দেশের অসংখ্য শীতার্ত মানুষের কাছে এটি নিদারুণ কষ্ট বয়ে আনে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাটসহ দেশের উত্তরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী শীতের প্রকোপে চরম ভোগান্তির শিকার হয় প্রতি বছর। শীতে তাদের অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র থাকে না। এ অবস্থায় একটি গরম কাপড় হয়তো তাদের বেঁচে থাকার লড়াইকে কিছুটা সহজ করে দিতে পারে।
শুধু উত্তরাঞ্চল নয়, দেশের অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতায় কষ্ট পায় সমাজের ছিন্নমূল জনগোষ্ঠী। শিতে ভোগান্তিতে পড়ে পথশিশু ও বৃদ্ধরা। ফুটপাথে বা অস্থায়ী বসতিতে রাত কাটানো এসব মানুষ শীতের রাতে একটি গরম কাপড়ের আশায় প্রহর গোনে। অনেকে হয়ে পড়ে অসুস্থ।
আমাদের উচিত এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ব্যক্তি উদ্যোগে পুরোনো গরম কাপড় বা নতুন শীতবস্ত্র সংগ্রহ করে সেগুলো বিতরণ করা যেতে পারে। যারা আর্থিকভাবে সক্ষম, তারা স্থানীয় বা জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সাহায্য কার্যক্রম পরিচালনা করতে পারেন।
উত্তরাঞ্চলের শীতার্ত মানুষদের জন্য আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে শীত তাদের জন্য আর দুঃস্বপ্ন হয়ে থাকবে না। তাদের কাছে শীত কেবলই কঠিন যুদ্ধ মনে হবে না। আমাদের একটু সহযোগিতা তাদের এই যুদ্ধকে সহজ করে তুলতে পারে।
শীতার্তদের রক্ষায় তরুণ প্রজন্মের অনেক কিছু করার আছে। বন্ধুরা মিলে উদ্যোগ নিয়ে শীতের কাপড় সংগ্রহ করা, স্থানীয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা কিংবা দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করা—এ ধরনের ছোট ছোট পদক্ষেপই অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
শীতার্তদের রক্ষায় প্রতি বছর সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। যদিও তা প্রয়োজনের তুলনায় বড্ড অপ্রতুল। আরো দুঃখজনক বিষয়, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় দাতাদের অনেক সময় ‘ফটোসেশন’ করতে দেখা যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা বড় বড় করে প্রচারও করা হয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এটা বিকৃত মানসিকতার পরিচায়ক।
মনে রাখতে হবে, শীত শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এটি আমাদের মানবিকতার পরীক্ষাও। তাই আমাদের উচিত, শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনকে উষ্ণতা ও ভালোবাসায় ভরিয়ে তোলা। মানবতার জয়গান তখনই বেজে উঠবে, যখন আমরা একে অন্যের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠব। আসুন, শীতার্তদের পাশে দাঁড়াই।
লেখক : তরুণ সাংবাদিক