ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় গৃহীত সান্ধ্য আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার (২৩ ডিসেম্বর) ইবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
এর আগে গত ২২ ডিসেম্বর প্রভোস্ট কাউন্সিল এক আদেশে ছাত্রদের জন্য রাত ১১টার মধ্যে এবং ছাত্রীদের জন্য মাগরিবের নামাজের ১৫ মিনিটের মধ্যে হলগেট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। ছাত্র ইউনিয়ন এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মৌলিক স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধক বলে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সবসময় কাজ করে আসছে। কোনো নীতির আড়ালে শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণের সিদ্ধান্ত গ্রহণ করা কখনোই গ্রহণযোগ্য নয়। একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুক্ত চিন্তা, মতপ্রকাশ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জায়গা। তবে এই সান্ধ্য আইন শিক্ষার্থীদের অধিকারকে সংকুচিত করবে এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের মতামত ও স্বার্থকে প্রাধান্য দেওয়া। আমরা এই আইন দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায়, ছাত্র ইউনিয়ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।’