বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) স্মৃতিবিজড়িত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, মো. আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দীনসহ অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক স্বনির্ভর বাংলাদেশের লক্ষ্য পূরণে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনেও সামনের সারিতে থেকে কাজ করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় আমরা সোচ্চার। শিক্ষা প্রতিষ্ঠান, সমাজে সাম্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে তারেক রহমানের নির্দেশনায় দেশের যেকোনো সংকট ও সম্ভাবনায় আমরা অগ্রণী ভূমিকা পালন করে যাব, ইন শা আল্লাহ।
সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আগামীর দিনে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি ও ক্যাম্পাসের সার্বিক শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর থাকব।
তিনি আরো বলেন, আমরা ভ্রাতৃত্ব বন্ধন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অঙ্গীকারবদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে তারুণ্যের উচ্ছ্বাসে গড়ব সাম্য মানবিক বাংলাদেশ।