মুজিবজন্মশতবর্ষ উপলক্ষে ৪ ডিসেম্বর (২০২০) প্রকাশিত সামছুন্নাহার বেগম রচিত ‘তিনিই আমাদের বঙ্গবন্ধু’ প্রবন্ধ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ০৫ টি করে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর বাচ্চাদের ভালোভাবে মনে রাখার জন্য প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হল- ৯ম পাঠ, ০৫ টি প্রশ্ন (৪১-৪৫)।
৪১. বঙ্গবন্ধুকে কোথায় হত্যা করা হয়েছিল?
উত্তরঃ ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে।
৪২. বঙ্গবন্ধুর লাশ কোথায় ছিল?
উত্তরঃ সিঁড়ির উপর লুটিয়ে পড়া ছিল।
৪৩. বঙ্গবন্ধুকে হত্যার মূল হোতা কে ছিল?
উত্তরঃ বাংলার মীর জাফর খোন্দকার মোস্তাক।
ক. খোন্দকার মোস্তাক কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু হত্যার খুনীদের দোসর ও উল্লেখযোগ্য চক্রান্তকারী।
খ. খোন্দকার মোস্তাককে কার সাথে তুলনা করা হয়?
উত্তরঃ বাংলার মীর জাফরের সাথে তুলনা করা হয়।
গ. খোন্দকার মোস্তাক বর্তমানে জীবিত না মৃত?
উত্তরঃ মৃত।
৪৪. ১৫ আগষ্টের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ছড়া লিখেছেন কে?
উত্তরঃ ছড়াকার লুৎফর রহমান রিটন।
৪৫. বঙ্গবন্ধুকে কোথায় কবরস্থ করা হয়?
উত্তরঃ ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে।
সামছুন্নাহার বেগম
প্রধান শিক্ষক, চর উভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা, লক্ষ্ণীপুর।
মোবাইল: +৮৮০১৬৭৩৩৮৮৭৫৭। ই-মেইল: headmastersn68@gmail.com