সম্প্রতি নতুন মৌলিক গান ‘আমাকে হারিয়ে’ প্রকাশ পেয়েছে। নির্মাতা তাহসান আহমেদ রাসেলের পরিচালনায় প্রকাশ পায় গানটি। ‘সেরাকন্ঠ চ্যাম্পিয়ন’ সুমনার প্রথম মৌলিক গান এটি। প্রকাশের পর গানটি সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক শাহরিয়ার আলম মার্সেল।
মৌলিক গান ‘আমাকে হারিয়ে’ প্রকাশ পেয়েছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি সিরিজ’ এর ব্যানারে।
নতুন গান ‘আমাকে হারিয়ে’- এর বিষয়ে জানতে চাইলে নির্মাতা তাহসান আহমেদ রাসেল মূলধারা কে বলেন, গানটি প্রথম যখন আমাকে শোনানো হয় তখনই আমার ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি মিউজিক ভিডিও যখন করি তখন এর ভিতর দিয়ে যেন ‘একটি গল্প’ বলা যায়। কোনো ভিজুয়াল যখন ক্রিয়েট করি তখন আমার খেয়াল থাকে যেনে এর মধ্যে ‘একটা মেসেজ’ থাকে।
গানটি প্রকাশে বেশ কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে। দর্শকদের ভাল লাগলে সংশ্লিষ্ট সকলের পরিশ্রম সার্থক হবে।