মুজিবজন্মশতবর্ষ উপলক্ষে ৪ ডিসেম্বর (২০২০) ‘মূলধারা’য় প্রকাশিত প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগম রচিত ‘তিনিই আমাদের বঙ্গবন্ধু’ প্রবন্ধ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ০৫ টি করে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর এবং ০৫টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন-উত্তর শিক্ষার্থীদের ভালোভাবে মনে রাখার সুবিধার্থে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হল- ১১শ পাঠ, ০৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর (৫১-৫৫)। এবং ০৫টি নৈর্ব্যক্তিক প্রশ্ন-উত্তর (৫১-৫৫)।
৫১. মৌলভী শেখ আবদুল হালিম কি করতেন?
উত্তরঃ একটি স্থানীয় মাদ্রাসায় আরবি পড়াতেন।
৫২. মৌলভী আবদুল হালিম কোন ভাষায় বঙ্গবন্ধু সম্পর্কে কবিতা লিখেছিলেন?
উত্তরঃ আরবি ভাষায়।
৫৩.মৃত্যুর পর বঙ্গবন্ধু কোথায় সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করতেন?
উত্তরঃ ফরিদপুরের টুঙ্গিপাড়ায়।
৫৪. সৈনিকেরা কেমন করে তার লাশ দাফন করার চেষ্টা করেছিল?
উত্তরঃ যেনতেন ভাবে।
৫৫.বঙ্গবন্ধুর লাশ কারা টুঙ্গিপাড়ায় নিয়ে গিয়েছিল?
উত্তরঃ ঘাতকদল কর্তৃক মনোনীত এক দল সৈনিক।
৫১. মৌলভী শেখ আবদুল হালিম কি করতেন?
ক. মসজিদের ইমাম ছিলেন খ. বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন গ. চর উভূতি মসজিদের ইমাম ছিলেন *ঘ. স্হানীয় মাদ্রাসায় আরবি পড়াতেন
৫২. মৌলভী আবদুল হালিম কোন ভাষায় বঙ্গবন্ধু সম্পর্কে কবিতা লিখেছিলেন?
ক. আঞ্চলিক ভাষায় খ. উর্দূ ভাষায় *গ.আরবি ভাষায় ঘ. বাংলা ভাষায়
৫৩.মৃত্যুর পর বঙ্গবন্ধু কোথায় সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করতেন?
*ক. ফরিদপুরের টুঙ্গিপাড়ায় খ. ১২ আওলিয়ার মাজারে গ. বুদ্ধিজীবী কবরস্থানে ঘ. মসজিদের পাশে
৫৪. সৈনিকেরা কেমন করে তার লাশ দাফন করার চেষ্টা করেছিল?
ক. মর্যাদার সাথে *খ. যেন-তেন ভাবে গ. অবহেলার সাথে ঘ. তাড়াহুড়ো করে
৫৫.বঙ্গবন্ধুর লাশ কারা টুঙ্গিপাড়ায় নিয়ে গিয়েছিল?
ক. পুলিশের একটি দল খ. আানসার বাহিনীর সদস্য গ. নৌবাহিনীর উচ্চপদস্থ সদস্য *ঘ. ঘাতকদল কর্তৃক মনোনীত একদল সৈনিক
সামছুন্নাহার বেগম
প্রধান শিক্ষক, চর উভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা, লক্ষ্ণীপুর।
মোবাইল: +৮৮০১৬৭৩৩৮৮৭৫৭। ই-মেইল: headmastersn68@gmail.com