মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ নিষেধাজ্ঞার কথা বলা হয়। নিষেধাজ্ঞায় বলা হয়, সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্যই এ সিদ্ধান্ত।
এতে আরো বলা হয়, ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাতে যায়।