ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের ছয়জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় বিকল হয়ে পড়ে। এ কারণে বাসটি মেরামতের জন্য রাস্তা পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন।