২০২২ বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে আজ শুক্রবার ( ৪ ডিসেম্বর) রাত ১০টায় মাঠে নামবে বাংলাদেশে। দোহায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের ১৮৪তম এবং কাতার ৫৯তম অবস্থানে রয়েছে। বোঝাই যাচ্ছে জামালদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
কাতার শক্তিশালী দল স্বীকার করে প্রধান কোচ জেমি ডে বলেন, তিনি চান তার শিষ্যরা যতটা ভালো ফুটবল খেলতে পারে, সেটিই খেলুক। আজ কাতারের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ডাগআউটে থাকবেন এমনটাই আশা করছেন তিনি।
তিনি আরো জানান, সবাই ধারণা করছে, কাতার ম্যাচটি সহজেই জিতবে। তবে জামালদের জন্য বড় অভিজ্ঞতা অর্জনের সুযোগও।
অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, মাঠের লড়াইয়ে র্যাংকিং কোনো মানদণ্ড হতে পারে না। যারা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে তারাই সফল হবে। সে দিকেই মনোযোগ তাদের।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আগে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তান, ভারত ও ওমানের কাছে হেরেছে তারা। এছাড়াও গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চলমান বাছাই পর্বের প্রথম ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
তবে এতসব হিসাব-নিকাশ পেছনে ফেলে বাংলাদেশের ফুটবলারদের পূর্ণ মনোযোগ ভালো ফুটবল খেলার দিকেই।