বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শুক্রবার কাতারের আক্রমণগুলো রুখতে গিয়ে খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা। কাতারের মাঠে বড় ব্যবধানে হারল লাল-সবুজের দলটি।
দোহায় শুক্রবার কাতারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৪-১-৪-২ ফরমেশনে মাঠে নামে বাংলাদেশ। কাতারের মতো এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে কৌশলটা যে রক্ষণাত্মক হবে, সেটা জানাই ছিল। বল পজেশনে কাতার ছিল অনেক এগিয়ে। বাংলাদেশের খেলোয়াড়রা বলের জন্য শুধু ছোটাছুটিই করেছেন; কিন্তু থামাতে পারেননি কাতারের খেলোয়াড়দের।
লং পাসে কাতার ছিল বিপজ্জনক। আচমকা বল নিয়ে বপের মধ্যে ঢুকে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। দুই প্রান্ত দিয়ে তাদের করা আক্রমণগুলো সামলাতে গিয়ে খেই হারিয়ে ফেলেন তপু বর্মণ-বিশ্বনাথ ঘোষরা। শুরু থেকে আক্রমণাত্মক খেলা কাতার লিড নেয় ম্যাচের ৯ মিনিটে। বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস বপের মধ্যে খুঁজে নেয় আব্দুল আজিজ হাকিমকে। ঠান্ডা মাথায় তার নেওয়া ডান পায়ের শট চলে যায় বাংলাদেশের জালে।
চাপটা যে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ওপর দিয়ে যাবে, তা অনুমেয়ই ছিল। সবার চোখ ছিল কাতারের মতো এশিয়ার সেরাদের ঝড় কীভাবে সামাল দেয় বাংলাদেশ।