রোববার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভি এসেছে মাশরাফি বিন মুর্তজার। এর আগে ফিটনেস পরীক্ষায়ও পাস করেছেন বাংলাদেশের সফলতম এ অধিনায়ক। কাজেই বঙ্গবন্ধু কাপের জন্য জেমকন খুলনার হয়ে খেলতে আর কোনো বাধা নেই মাশরাফি বিন মুর্তজার।
রোববার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার পর সোমবারই মিরপুরে অনুশীলনে নামেন মাশরাফি। জেমকন খুলনার অনুশীলন কর্মসূচি না থাকলেও মাশরাফি করেছেন নিজের উদ্যোগে। সেই লক্ষ্যেই তিনি মাঠে আসেন দুপুর একটা’র দিকে।
কিছুক্ষণ ওয়ার্মআপ করেন। এরপর পর শুরু করেন বোলিং। শুরুতে অল্প রান আপে বোলিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গতি ও রানআপ বাড়ান। অবশ্য স কিছু নিখুঁত করতে ভিন্ন কৌশলও অবলম্বন করেন তিনি। বোলিংয়ের সময় ল্যান্ডিং ঠিক হচ্ছে না কি-না জানতে, কাছে একটি চেয়ারে বসিয়ে দেন ক্যামেরা। যেন পরে ত্রুটি গুলো বিশ্লেষণ করতে পারেন।
মাঠে নামার জন্য তার পূর্ব শর্ত ছিল ফিটনেস টেস্টও। সেটিও পেরিয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা।