অবশেষে করোনা ভাইরাসের কোয়ারেন্টাইন বন্দিদশা থেকে মুক্ত হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে অবস্থানকারী খেলোয়াড়রা মঙ্গলবার থেকে বাইরে বের হতে পারবেন।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেড) জানিয়েছে, সর্বশেষ এবং পঞ্চম দফা কভিড-১৯ পরীক্ষায় পাকিস্তান দলের সবাই নেগেটিভ হয়েছেন। কিউই স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে মঙ্গলবার থেকে তারা অনুশীলনে নামতে পারবেন। ১৮ ডিসেম্বর টি২০ দিয়ে শুরু হবে সিরিজ। তবে কোয়ারেন্টাইন নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। ১৪ দিনের এই আইসোলেশনে নাকি তাদের শারীরিক ও মানসিক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে!
গণমাধ্যমের খবর, ক্রাইস্টচার্চে চার তারকা হোটেলে রাখা হলেও তারা প্রতিনিয়ত অবহেলার শিকার হয়েছেন। হোটেলে নাকি গত ১১ দিনে তাদের রুমের বিছানার চাদর, বালিশের কাভার পরিবর্তন করা হয়নি। অন্য সময় যা প্রতিদিন পরিবর্তন করা হতো। তাদের রুম এবং রুম সংলগ্ন ওয়াশরুমও পরিস্কার করা হয়নি। তারা কেবল ব্যবহার করা তোয়ালে রুমের বাইরে একটি ব্যাগে রাখতেন। হোটেল কর্মচারীরা সেই তোয়ালে নিয়ে যেতেন এবং সেখানে নতুন তোয়ালে রেখে যেতেন। খেলোয়াড়দের খাবার সরবরাহ করা হতো ডিসপোজেবল বাক্সে। তাদের কোনো প্লেট দেওয়া হতো না।
কোয়ারেন্টাইনের সময় হোটেলের এমন পরিবেশকেই নির্যাতন হিসেবে দেখছেন পাকিস্তানের কোচ মিসবাহ, ’দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিতে উঁচু মানের অ্যাথলেটদের নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয়। কোনো সন্দেহ নেই, কিছু নিয়মনীতির কারণে আন্তর্জাতিক সিরিজের আগে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ তবে করোনার এই কঠিন সময়ে ক্রিকেটের স্বার্থে তার দলের প্রত্যেকে যে ত্যাগ ও ধৈর্য দেখিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মিসবাহ।