মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, সংগীতে পছন্দ–অপছন্দ, নতুন গান ও নিজের ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয়ে ‘মূলধারা’ কথা বলেছে জনপ্রিয় তরুণ গীতিকার, সুরকার ও গায়ক শেখ সাদির সাথে।
মূলধারা: এবারের জন্মদিন কেমন কাটালেন?
শেখ সাদি: আমার ক্ষেত্রে যেটা হয়, আমার জন্মদিন এলে আরও খারাপ লাগে এটা ভেবে যে জীবন থেকে আরও একটা বছর চলে গেল । আমি তেমনভাবে আমার জন্মদিন উদযাপন করতে পছন্দ করি না তবে আমার পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবরা জন্মদিন উদযাপনের জন্য কোনো পার্টি আয়োজন করলে সেখানে তাদের মন রক্ষার্থে আমি অংশ নেই । এছাড়া ভক্ত বা শুভাকাঙ্ক্ষীদের উইশ বা শুভেচ্ছা বার্তা ভীষণ আনন্দ দেয় ।
কথা, সুর বা গায়কী থেকে কোনটা বেশি পছন্দের জানতে চাওয়ায় শেখ সাদি বলেন, “আমি আসলে গান করতে পছন্দ করি, সেই অনুযায়ী গানের সাথে সম্পৃক্ত সবকিছুই আমার ভাল লাগে । সবমিলিয়ে গান লিখতে,সুর করতে এবং গাইতেও ভাল লাগে। যখন সেটা একটা স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ আকারে দাড়ায় তখন তাই মনে সন্তুষ্টি দেয়।
মূলধারা: মিউজিকের শুরুটা কিভাবে ছিল?
শেখ সাদি: শুরুটা বলা যায় অনেকটা শখের বশে করা একটা গান ” ললনা” তখনও আমার এতটা আশা ছিল না, আমার উদ্দেশ্যও ছিল না গান নিয়ে এগিয়ে যাবার বা মিউজিককে নিজের ক্যারিয়ার হিসেবে নেওয়ারও কোনো পরিকল্পনা ছিল না । তবে গানটা প্রকাশ হওয়ার ব্যাপক সাড়া পাওয়ায় ভাবলাম যে, যেহেতু মানুষ আমার গানকে পছন্দ করছে তবে মিউজিককে পেশা হিসবে কেন আমি গ্রহণ করব না? এখন যেহেতু গান নিয়ে আছি গানের প্রেমে পড়ে গিয়েছি, এখন গানই আমার সবকিছু এখান থেকে সরে যাওয়ার অপশন নেই।
মূলধারা: নতুনদের মিউজিক করাটা এখন কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন?
শেখ সাদি: সত্যি কথা বলতে আমি যখন মিউজিক শুরু করেছি আমার কাছে একদমই চ্যালেঞ্জিং মনে হয়নি । আমার গান বা আমাকে খুব সহজেই মানুষ গ্রহণ করেছে। আমি মনে করি মিউজিক শুরু করার সময় যে চ্যালেঞ্জ তার থেকে শ্রোতা বা শুভাকাঙ্ক্ষীর ভালবাসা ধরে রাখাটা বেশি চ্যালেঞ্জিং ।
এছাড়া তিনি আরও বলেন, “আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা খুব একটা ভাল নয়” আমাদের গানের রেসপন্স কমে যাচ্ছে। তাই আমি সবসময় চাই কথা হোক, সুর হোক বা গায়কী যা-ই হোক সবথেকে ভাল কিছু উপহার দিতে। সত্যি কথা বলতে সাধারণ মানুষ পছন্দ করে এমন কথায় আমিও গান করেছি তবে যখন আমি কোনও মানসম্পন্ন গান করছি তখন উল্টো রেসপন্স আরও কমছে। এক্ষেত্রে পজিটিভ কমেন্ট কম হলেও তা আমি এনজয় করি। বেশি বেশি ভিউ বা বেশি বেশি রেসপন্স থেকে সীমিত ভিউ বা রেসপন্সটা বেশি ভূমিকা রাখছে।
সম্প্রতি “ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)” থেকে মুক্তি পায়, ‘কেউ কারও ভাল চায়না’ গান সম্পর্কে শেখ সাদি বলেন, “গানটি তৈরি করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে। আমাদের সমাজে বা অনলাইনে বলেন মূলত এখন ইতিবাচক বিষয় থেকে নেতিবাচক বিষয়গুলো বেশি ছড়ায়। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই গানটা করা। এছাড়া জানুয়ারি ২০২১ (ডিএমএস) থেকে একটি গান (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) মুক্তি পাওয়ার কথা রয়েছে । এছাড়া ১৬ ডিসেম্বর একটি র্যাপ গান প্রকাশের কথা রয়েছে। এটি ভিন্ন আঙ্গিকের একটি গান৷ গানটির নাম হচ্ছে ‘অপমান’ । মূলত গানটা করা হয়েছে আমার কর্তব্যবোধ থেকে । আমরা বাঙালিরা নানান জায়গায়, নানাভাবে অবহেলিত হই এবং এর কিছু কারনও আছে এরজন্যই মূলত গানটা করেছি।”
মূলধারা: অভিনয়ে নিয়মিত হওয়ার কোনো চিন্তা আছে কি-না?
শেখ সাদি: আমি আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চাই সেটা গান হোক বা অভিনয়। তবে আপাতত অভিনয়ের পরিকল্পনা নেই। দর্শক আমাকে আমার গানে হিরো হিসেবে দেখতে চায় সেই কারণেই মূলত মিউজিক ভিডিওতে অভিনয় করা। এখন গানকে আরও সময় দিতে চাই এবং গানের উপরেই আমার ফোকাস । আপনার প্রিয় শিল্পী কে? শেখ সাদি – আলাদাভাবে আমি কারও নাম বলতে পারব না। কারণ আমার পছন্দের শিল্পী অনেক। তবে এদের মধ্যে ‘জেমস’ স্যার, মিনার ভাই এবং আইয়ুব বাচ্চু স্যার আমার প্রিয়। মিডিয়ায় প্রিয় ব্যক্তিত্ব কে? শেখ সাদি – জেমস স্যার । ভক্ত বা শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু জানতে চাওয়ায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ সাদি বলেন, ভক্তরা আমার গান পছন্দ করে এতে আমি কৃতজ্ঞ। আমি চাই সবসময় ভক্তরা ভাল গান শুনুক এবং ভাল গানকে সাপোর্ট করুক। শুধু ভাইরালের বিষয় না দেখে যেনো তারা ভাল গান শুনে এবং বাংলা গানকে সাপোর্ট করে।
‘মূলধারা’ কে শুভেচ্ছা জানিয়ে শেখ সাদি বলেন, “আমি চাই ‘মূলধারা’ সবসময় সত্যের সাথে থেকে সত্য কথা বলুক যাতে করে সাধারণ মানুষ সত্য খবরটাই জানতে পারে।
সাক্ষাৎকার: ইয়াসিন আকাশ