ঘন কুয়াশার কারনে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ।
সাফায়েত আহমেদ জানান, হঠাৎ মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। ফলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. হিলাল উদ্দিন বলেন, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক এবং মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে সাত শতাধিক যানবাহন নৌপথ পাড়ি দিতে অপেক্ষায় রয়েছে।