বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৪২৫ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশের ক্ষুদ্রঋণ প্রচেষ্টার কার্যক্রম পুনরুদ্ধারে মঙ্গলবার এ অর্থায়ন অনুমোদন দিয়েছে সংস্থাটি।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্র বলছে, চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ দেবে তারা। এ ক্ষেত্রে ঋণটি চলতি ক্ষুদ্রঋণ উদ্যোগ উন্নয়ন প্রকল্পের স্কেল বাড়িয়ে দেবে। যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ৫০ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন সরবরাহ করতে এডিবি অনুমোদিত।