ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ঘোষিত কৃষি বিলের প্রতিবাদে ডাকা কৃষক আন্দোলন আজ মঙ্গলবার নতুন মোড় নিতে পারে। কারণ কৃষক নেতারা আজ ভারত বনধের (ধর্মঘট) ডাক দিয়েছেন। এতে সমর্থন দিয়েছে দেশটির ১৮টি রাজনৈতিক দল। এমনকি বাইরের কয়েকটি দেশেও আন্দোলনের সমর্থনে মিছিল হয়েছে।
বিগত কয়েক দিন যাবৎ রাজধানী দিল্লি ঘিরে অবস্থান নিয়েছেন কৃষকরা। কয়েক দফা আলোচনায়ও কৃষকদের কোনো দাবি মানতে মোদি সরকার রাজি না হওয়ায় ভারত বনধের ডাক দেওয়া হয়।
গত শুক্রবার কৃষক নেতা হরবিন্দর লখওয়াল ৮ ডিসেম্বর (আজ মঙ্গলবার) ভারত বনধের ডাক দেন।
কর্মসূচি ঘোষণার সময় হরবিন্দর লখওয়াল বলেন, নরেন্দ্র মোদি সরকারের নতুন কৃষি আইনের প্রতিবাদে পদকপ্রাপ্ত আন্দোলনরত কৃষকরা রাষ্ট্রীয় পদক ও পুরস্কার ফিরিয়ে দেবেন।
ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বনধের মাধ্যামে কৃষকদের সঙ্গে মোদি সরকারের সংঘাত চরমে উঠতে পারে। সরকার কোনো দাবিই না মানায় চাপ সৃষ্টি করতে কৃষক সংগঠনগুলো মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে।