বিশ্বে সর্বপ্রথম অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখালেন ৯০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক মার্গারেট কীনান। আজ মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে কভেন্ট্রির একটি হাসপাতালে তার শরীরে ইঞ্জেকশন করে ভ্যাকসিনটি প্রয়োগ করেন নার্স মে পারসন।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মহামারি করোনাভাইরাস প্রতিরোধী স্বীকৃত ভ্যাকসিন বিশ্বের মধ্যে প্রথমবার কারো দেহে প্রয়োগ করা হলো। ফলে ভ্যাকসিন নেয়া বিশ্বের প্রথম মানুষ হয়ে গেলেন মার্গারেট কীনান।
বিবিসির খবরে বলা হয়, আগামী সপ্তাহে মার্গারেট কীনানের ৯১ বছর বয়স পূর্ণ হবে। তিনি একটা সময় স্বর্ণালঙ্কারের দোকানে সহকারী হিসেবে কাজ করতেন এবং চার বছর আগে সেখান থেকে অবসরে গিয়েছেন। তার এক ছেলে, এক মেয়ে ও চারজন নাতিপুতি আছে। সবার আগে ভ্যাকসিন নিতে পেরে তিনি খুবই খুশি এবং গর্বিত।